ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জামালপুর সদরে রেইস প্রকল্পের অভিবাসী বিষয়ক ওরিয়েন্টেশন

সেমিনারে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। ছবি: বাংলারচিঠিডটকম

সেমিনারে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি’ এ শ্লোগান সামনে রেখে ৩ জুন সোমবার জামালপুর সদর উপজেলায় প্রত্যাগত অভিবাসীদের পুনঃএকত্রীকরণে রেইস প্রকল্পের ভূমিকা শীর্ষক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী। উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেইস প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব সৌরেন্দ্রনাথ সাহা। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল হাসান তাহেরী। প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) এর কাউন্সিলর নূর মোহাম্মদ।

মুক্ত আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক মাসুদুজ্জামান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেন, বিসিক কর্মকর্তা ফারুকুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোতালেব, সহকারী সমাজসেবা কর্মকর্তা গোপাল পাল প্রমুখ।

ওরিয়েন্টেশনে সরকারি, বেসরকারি প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি, পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

জামালপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ বিষয়ক ওরিয়েন্টেশন।ছবি: বাংলারচিঠিডটকম

ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক ও সরকারের যুগ্মসচিব সৌরেন্দ্র নাথ সাহা বলেন, প্রত্যাগত অভিবাসীদের শুধুমাত্র ১৩ হাজার টাকা অনুদান দেওয়াটাই রেইস প্রকল্পের উদ্দেশ্য না। তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা। তারা যেনো দেশেই সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতা নিয়ে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে। এ ছাড়া পুনরায় বিদেশ যেতে চাইলেও রেইস প্রকল্পের মাধ্যমে পদক্ষেপ বা সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে। তিনি সেমিনারে উপস্থিত সকলের মতামত ও নির্দেশনার ভিত্তিতে নতুন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ওরিয়েন্টশনে সরকারি কর্মকর্তারা স্ব স্ব দপ্তর থেকে প্রত্যাগত অভিবাসীদের যথাযথ প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং কর্মসংস্থানের জন্য সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা গঠনমূলক আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

সেমিনারের আয়োজন করে জামালপুর জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার, ময়মনসিংহ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গরুচুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

জামালপুর সদরে রেইস প্রকল্পের অভিবাসী বিষয়ক ওরিয়েন্টেশন

আপডেট সময় ০৭:৩০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
সেমিনারে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি’ এ শ্লোগান সামনে রেখে ৩ জুন সোমবার জামালপুর সদর উপজেলায় প্রত্যাগত অভিবাসীদের পুনঃএকত্রীকরণে রেইস প্রকল্পের ভূমিকা শীর্ষক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী। উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেইস প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব সৌরেন্দ্রনাথ সাহা। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল হাসান তাহেরী। প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) এর কাউন্সিলর নূর মোহাম্মদ।

মুক্ত আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক মাসুদুজ্জামান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেন, বিসিক কর্মকর্তা ফারুকুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোতালেব, সহকারী সমাজসেবা কর্মকর্তা গোপাল পাল প্রমুখ।

ওরিয়েন্টেশনে সরকারি, বেসরকারি প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি, পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

জামালপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ বিষয়ক ওরিয়েন্টেশন।ছবি: বাংলারচিঠিডটকম

ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক ও সরকারের যুগ্মসচিব সৌরেন্দ্র নাথ সাহা বলেন, প্রত্যাগত অভিবাসীদের শুধুমাত্র ১৩ হাজার টাকা অনুদান দেওয়াটাই রেইস প্রকল্পের উদ্দেশ্য না। তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা। তারা যেনো দেশেই সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতা নিয়ে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে। এ ছাড়া পুনরায় বিদেশ যেতে চাইলেও রেইস প্রকল্পের মাধ্যমে পদক্ষেপ বা সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে। তিনি সেমিনারে উপস্থিত সকলের মতামত ও নির্দেশনার ভিত্তিতে নতুন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ওরিয়েন্টশনে সরকারি কর্মকর্তারা স্ব স্ব দপ্তর থেকে প্রত্যাগত অভিবাসীদের যথাযথ প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং কর্মসংস্থানের জন্য সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা গঠনমূলক আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

সেমিনারের আয়োজন করে জামালপুর জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার, ময়মনসিংহ