জামালপুরে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘আসুন আমরা শব্দ দূষণ হ্রাসে সচেষ্ট হই’ এ আহ্বান রেখে ২৪ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে জামালপুরে পালিত হয় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস।

এ উপলক্ষে সকাল ১০টায় শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন লিজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধারণাপত্র উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুকুমার সাহা। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, ট্রাফিক পরিদর্শক গোলাম মওলা, জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, ক্যাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

সভা সূত্র জানায়, সুরবর্জিত শব্দ বিশেষ করে যানবাহন, নির্মাণ যন্ত্র, বজ্রপাত, ডিজে পার্টির বাদ্যযন্ত্র, মাইকিং, পটকা, আতশবাজি, মিল কারখানার শব্দ, বিভিন্ন ধরনের সাইরেন, সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন উচ্চ শব্দ মানবদেহের জন্য প্রচণ্ড ঝুঁকির সৃষ্টি করছে। এর ফলে কানের সমস্যা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মানসিক সমস্যাসহ নানা রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শব্দ দূষণ প্রতিরোধে প্রচলিত আইনের পাশাপাশি জনসচেনতা সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য বক্তারা জোর দাবি জানান।

অনুষ্ঠানে উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রাম, আনছার ভিডিপি, জামালপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি অংশ নেন।