সরিষাবাড়ীতে বাদাম চাষে কৃষক উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত

চিনাবাদাম প্রদর্শনীর মাঠ দিবসে অতিথি, কর্মকর্তাবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

চরাঞ্চলের অনাবাদি পতিত জমিতে বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষক সমাবেশ করেছে কৃষি বিভাগ।

২৩ এপ্রিল সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কুমারপাড়া এলাকায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে চিনাবাদাম প্রদর্শনীর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুর রশিদ।

এতে আরও বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ প্রমুখ।