সরিষাবাড়ীতে দরিদ্রদের শাড়ি-লুঙ্গি দিল বিজিডি

শাড়ি বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, শিশুদের পোশাকসহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে দরিদ্রদের পাশে দাঁড়ালেন বিজিডি ফাউন্ডেশন ।

৫ এপ্রিল সকালে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া এলাকায় এ ঈদ উপহার বিতরণ করে বিজিডি ফাউন্ডেশন।

বিলবালিয়া মহিলা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রামীণ ডেভেলপমেন্ট (বিজিডি) চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলাম।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ও মিরপুর আইডিয়াল ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, বাংলাদেশ কৃষি ব্যাংক বাউসি বাঙালি শাখার কর্মকর্তা দেলোয়ার হোসেন, অগ্রণী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুরসহ সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কয়েকশ নারী-পুরুষ ঈদ সামগ্রী হাতে পেয়ে আনন্দিত হন, পাশাপাশি এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য দাবি জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, বিগত কয়েক বছর যাবত এ প্রতিষ্ঠানটি করোনা কালীন থেকে শুরু করে এখন পর্যন্ত এলাকার হত-দরিদ্রদের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে যা আগামী দিনেও অব্যাহত থাকবে।