জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : এ্যারোকে ৪ উইকেটে হারিয়েছে রংধনু

ক্রেস্ট গ্রহণ করেন ম্যাচসেরা মুকুল। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ১ এপ্রিল ‘সি’ গ্রুপের এ্যারো ক্রিকেট ক্লাব ও রংধনু ক্লাবের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে রংধনু ৪ উইকেটের জয় পেয়েছে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে রংধনু ক্লাবের অধিনায়ক রাজিব বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক জিহাদের এ্যারো ক্রিকেট ক্লাব নির্ধারিত ২৫ ওভারের ম্যাচে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে।( সাব্বির ৫৬, সাজিদ ২৭, তুর্য ১৬, হাসান ১১, দুলাল ১/২১, সোলায়মান ১/২০, অন্তর ১/২২, মুকুল ১/১৩, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ১৭)।

জবাবে রংধনু দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৪২ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে। তারা ২২.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে ম্যাচ জিতে যায়। তারা ৪ উইকেটে ম্যাচ জিতেছে। (রাহাত ৫০, তামিম ২৩, আলিফ ১৯, মুকুল * ১৫, রাজিব ১২, হাসান ২/২৬, বিপুল ১/২২, মনজিল ১/২৪, শ্রাবণ ১/৩৩, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ১৪)।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী রংধনু ক্লাব দলের মুকুল। ম্যাচে আম্পায়ার ছিলেন মো. সজীব ও আব্দুল মমিন।

জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুখনগরী সাইলেজের সৌজন্যে ম্যাচসেরা মুকুলের হাতে ক্রেস্ট তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সদস্য সাব্বির হোসেন শ্যামল।

২ এপ্রিলের ম্যাচ : ‘ডি’ গ্রুপের প্রত্যাশা ক্রীড়াচক্র বনাম প্রগতি।

ডিএসএ ক্রিকেট উপ-কমিটি সূত্র জানায়, এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চারটি গ্রুপে জামালপুর জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব, অগ্নিশিখা, রেনেসাঁ পুনর্জাগরণ, নতুন আলো বি। ‘বি’ গ্রুপে রয়েছে র‌্যাভেন ক্লাব, প্রতিশ্রুতি ক্লাব লাল, ইউনাইটেড ক্লাব ও মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে এ্যারো ক্রিকেট ক্লাব, রক্তারুন সংঘ, একতা ক্লাব ও রংধনু। ‘ডি’ গ্রুপে রয়েছে রেইনবো, প্রত্যাশা ক্রীড়াচক্র, প্রগতি ও মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব।