আমি দুর্নীতি করবো না, কাউকে করতে দিবোনা : আবদুর রশীদ এমপি

বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবদুর রশীদ। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবদুর রশীদ বলেন, আমি কখনো দুর্নীতির সাথে যুক্ত হবো না, কাউকে দুর্নীতি করতে দিবোনা। সরকারের উন্নয়ন বরাদ্দের কাজে কেউ দুর্নীতি করলে তাকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

২০ জানুয়ারি দুপুরে ভাটারা সমিতির উদ্যোগে উপজেলার ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমার দ্বায়িত্ব জনগণের কল্যানে কাজ করা। শতভাগ স্বচ্ছতা রাখতে হবে সকল কাজে। বিগত দিনে অনেকেই সরকারি উন্নয়ন কাজে নয় ছয় করার চেষ্টা করেছে। সামনের দিনে সবাইকে সাবধান হতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ভাটারা সমিতির সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. মো. হারুন-অর-রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মনির উদ্দিন, সহ প্রচার সম্পাদক তারিকুল ইসলাম নিটোল, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, ভাটারা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান, ব্যারিস্টার হাসিব সিদ্দিক প্রমুখ।