লক্ষ্মীরচরে ঈগল প্রতীকের প্রার্থী রেজাউল করিম রেজনুর মতবিনিময়, গণসংযোগ

লক্ষ্মীরচরের বিভিন্ন গ্রামে গণসংযোগ করে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন স্বতন্ত্র এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু।ছবি: বাংলারচিঠিডটকম

মো. আলমগীর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরপাড়ায় ঈগল প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী রেজাউল করিম রেজনুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর দুপুরে চরপাড়া জহুরুলের বাড়ির সামনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম জহুরুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বতন্ত্র এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু।ছবি: বাংলারচিঠিডটকম

এসময় রেজাউল করিম রেজনু বলেন, আপনারা কেউ গুজবে কান দিবেন না। আমার প্রতিপক্ষ আপনাদের মাঝে নানারকম কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করেছে। আগামী ৭ জানুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন কাজ করে যাচ্ছেন। সকল ভোটারদের আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ঈগল প্রতীকে ভোট দিয়ে, তাদের সব ষড়যন্ত্রে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মুরাদ, লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, রহেজউদ্দিন, এরশাদ আলী প্রমুখ।

এছাড়াও তিনি লক্ষ্মীরচর ইউনিয়নের চরযথার্থপুর উজান পাড়া, ভাটিপড়া, চাঁন্দাপাড়া, লক্ষ্মীরচর দরগাতলা, নামা গজারিয়া, পাগল পাড়া, চরলক্ষ্মী শেখ পাড়াসহ ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের দ্বারে দ্বারে ঈগল প্রতীকের ভোট প্রার্থনা করেন।