শেরপুরে বিএনপির তিন নেতা বহিষ্কার

বিএনপির বহিষ্কৃত তিন নেতা। ছবি: কোলাজ

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় শেরপুরের শ্রীবরদীর বিএনপির তিন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। ৩০ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আইনজীবী রহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন, জেলা বিএনপির সহসভাপতি ও শ্রীবরদীর তাঁতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনজীবী আব্দুর রউফ মিয়া, সদস্য ও কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন ও ভেলুয়া ইউনিয়ন বিনএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল করিম।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নিয়ে বিভিন্ন সভা সমাবেশে প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থণা করছেন ওইসব নেতারা। এছাড়া দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিন নেতাকে বহিষ্কার করা হয়।

দীর্ঘদিন যাবত দলের সাথে কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন তাঁতিহাটি ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী আব্দুর রউফ মিয়া।

অপর দুই নেতার সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।