অবৈধভাবে বর্জ্য অপসারণ বিষয়ে বাসা ফাউন্ডেশনের সভা

বাসা ফাউন্ডেশনের অ্যাডভোকেসি সভা । ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিডিয়াল প্রকল্পের আওতায় অবৈধভাবে বর্জ্য অপসারণ বিষয়ে নীতিমালা বাস্তবায়ন সম্পর্কে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর দুপুরে জামালপুর পৌরসভার সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।

জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দের সভাপতিত্বে ও বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের প্রজেক্ট অফিসার অসীম চন্দ্র দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জামালপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সুকুমার সাহা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার প্যানেল মেয়র হাসানুজ্জামান খান রুনু, স্বপ্না আক্তার লিপি, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী ফয়সাল হোসেন বকশী, মো. সাহাবুদ্দিন, জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মাজেদুর রহমান ও বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের সহকারী প্রজেক্ট অফিসার মো. রিয়াজ মাহমুদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কঠিন ও মনুষ্য বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পৌর নীতিমালা অনুসরণ করার আহ্বান জানান।