জামালপুর উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্ট শিরোপা জিতলো এসকেবি স্পোর্টিং ক্লাব

ফাইনাল খেলায় বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

এলাকা থেকে মাদক, জুয়াসহ সকল প্রকার অপরাধের বিপরীতে একটি শান্তিপূর্ণ সমাজ কাঠামো বির্নিমাণের লক্ষ্যে ২৪ ডিসেম্বর রাতে জামালপুরে সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক সহায়তা করে কমিউনিটি পুলিশিং কমিটি, সদর উপজেলা শাখা ও জামালপুর ৭ নং বিট পুলিশিং অফিস।

জামালপুর পৌরসভার ১২ নম্বর ওর্য়াডের বামুনপাড়ায় ৭ নম্বর বিট পুলিশ অফিস এবং উদয়ন ক্লাব সংলগ্ন মাঠে আয়োজিত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলারচিঠি ডটকমের সম্পাদক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান মিল্টন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে এলাকার গণ্যমান্য মুরুব্বিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিদ্বন্দ্বী দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।ছবি: বাংলারচিঠিডটকম

উদয়ন ক্লাব নাইট ক্রিকেটের ফাইনাল ম্যাচে রাত ৮টায় এসকেবি স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয় অগ্নিশিখা ক্রিকেট ক্লাবের । ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়, আম্পায়ার, সকল অতিথি ও দর্শকবৃন্দ সকলেই দাঁড়িয়ে জাতীয় সংগীত গান। জাতীয় সংগীতের পর টস করা হয়।

অগ্নিশিখা ক্রিকেট ক্লাবের অধিনায়ক হাবিব টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। অগ্নিশিখা ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে ৬২ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে সবচেয়ে বেশি ২৪ রান করেন শিক্ত । জবাবে ৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৬ রান করে ১ উইকেটের জয় নিয়ে শিরোপা জিতে নেয় এস কে বি স্পোর্টিং ক্লাব।

দলের পক্ষে ১ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট ও ব্যাটিং এ ৪০ রান করে ম্যাচসেরা হন এসকেবি স্পোর্টিং ক্লাবের আরিফুল ইসলাম জনি। টুর্নামেন্ট সেরা হন অগ্নিশিখা ক্রিকেট ক্লাবের ব্যাটার ইমরান ফাহাদ আনন্দ।

ম্যাচে আম্পায়ারিং করেন উদয়ন ক্লাবের সভাপতি মেহেদী হাসান নাইম ও কোষাধ্যক্ষ নিখিল শেখ। স্কোরিংয়ের দায়িত্ব পালন করেন উদয়ন ক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান ও ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দেওয়ার মাধ্যমে বরণ করে নেন উদয়ন ক্লাবের সকল সদস্য। এরপর খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে উপদেশ, সচেতনতা ও প্রতিশ্রুতিমূলক বক্তব্য দেন অতিথিবৃন্দ। বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করার মাধ্যমে শেষ হয় সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ সিজন-৫ এর আসর।

প্রসঙ্গত, বিগত ২ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়ে ২৪ ডিসেম্বর ২০২৩ এ শেষ হয়। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে ছিল অনলাইন নিউজ পোর্টাল বাংলারচিঠিডটকম ও Cricfoot News Bd ইউটিউব চ্যানেল। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে রাতে। প্রতি টিমে সাতজন করে ক্রিকেটার এবং ৬ ওভারের ম্যাচে জামালপুরের ৩২টি টিম এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল।