দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

আগুনে ক্ষতিগ্রস্ত দোকান। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে পাচঁটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। ১৭ নভেম্বর রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ১৭ নভেম্বর রাতে বাজার শেষে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। রাত ১১টায় লাবলু মিয়ার মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন লাবলু মিয়ার মুদি দোকান, সাইফুল ইসলামের দরজি দোকান, মনজু মিয়ার গোডাউন, আকিদুল ও হেলাল মিয়ার কাচাঁ মালের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

দেওয়ানগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, তিনি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছেন, পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।