জামালপুরে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বিএনপি-জামাত জোটের হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষা জীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজ শাখা ছাত্রলীগ।

৯ নভেম্বর দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময়ের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোয়ার হোসেন শান্ত, সদস্য মঞ্জুরুল ইসলাম লাঞ্জু, নারায়ণ চন্দ্র পাল রানা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি, শহর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট হরতাল, অবরোধ দিয়ে অগ্নিসন্ত্রাস করেছে। তাঁরা মানুষকে পুড়িয়ে মারছে। তারা জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের এই অগ্নিসন্ত্রাস জনগণ মেনে নিবেনা। আাগামী দিনে তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানান তারা।