বকশীগঞ্জে বিনা মূল্যে চোখের চিকিৎসা

চিকিৎসার ব্যবস্থাপত্র রোগীর হাতে তুলে দেন অতিথিবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বিনা মূল্যে চোখের চিকিৎসা সেবা কার্যক্রম ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।

সমাজ সেবক শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে বকশীগঞ্জ সদর ইউনিয়নের নঈম মিয়ার বাজারে অবস্থিত ডেফোডিল কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুলে ১৯তম চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ।

ডেফোডিল কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. ছাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, ওবায়দুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা শাখাওয়াত হোসাইনের এই মহৎ কাজের জন্য সাধুবাদ জানান।

চোখের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল।