বকশীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

৬ অক্টোবর বেলা ১১টায় ‘নির্ভুল নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বারবার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সহকারী প্রোগ্রামার খায়রুল বাশার রাজুর সঞ্চালনায় এবং বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বগারচর ইউপি চেয়ারম্যান মাসুম প্রামানিক, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল, ইউপি সদস্য শাহজাহান মিন্টু, বগারচর ইউপি সচিব শরিয়তুজ্জামান, নিলাখিয়া ইউপি সচিব মুছা আমিন, বাট্টাজোড় ইউপি সচিব বজলুল করিম, ধানুয়া কামালপুর ইউপি সচিব আবদুল লতিফ, উদ্যোক্তা সেলিম রেজা, উদ্যোক্তা মোস্তাইন বিল্লাহ, নাসিম হাসান প্রমুখ।

শোভাযাত্রা ও আলোচনা সভায় কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।