তীব্র গরমে শ্বাসকষ্ট ও বুকের ব্যথা নিয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন শিক্ষার্থী। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে তীব্র গরমে অসুস্থ হয়ে দুই বিদ্যালয়ের ১৫ জন ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। ২৬ সেপ্টেম্বর সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর অসুস্থ ১০ ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা।

শিক্ষার্থীরা সবাই উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় উচ্চ বিদ্যালয় ও ২৩ নং বগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্কুল দুটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

অসুস্থ শিক্ষার্থীরা হলো- মুক্তা আক্তার (১৪), সাদিয়া খাতুন (১৪), ফাতেমা আক্তার (১৫), লাবণ্য আক্তার (১৩), স্মৃতি আক্তার (১৩), সুমনা (১০), সুমি আক্তার (১৩), আশা খাতুন (১৪), মুক্তা খাতুন (১৩) ও সুমনা (৯)।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর বগারপাড় উচ্চ বিদ্যালয়ে ক্লাশ চলাকালীন মাত্রাতিরিক্ত গরমে প্রথমে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে ৮ জন ছাত্রী শ্বাসকষ্ট ও বুকের ব্যথায় অসুস্থ হয়। পাশেই বগারপাড় প্রাথমিক বিদ্যালয়ে একই ঘটনায় ২ জন ছাত্রী অসুস্থ হয়ে যায়। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থী মুক্তা, আশা, সুমনাসহ আরো অনেকেই বলেন, বিদ্যালয়ে ক্লাশ চলাকালীন অসুস্থ হয়ে পড়ি। এরপর থেকে শ্বাসকষ্ট ও বুক ব্যথা শুরু হয়।

বগারপাড় উচ্চ বিদ্যালযের সহকারী শিক্ষিকা মমতাজ বেগম বলেন, ক্লাশ চলাকালীন একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর পরে একে একে আরও ৭-৮ জন অসুস্থ হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্কুল ছুটি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিমান্ত সাহা বলেন, দীর্ঘ সময় আবদ্ধ ক্লাসরুমে ক্লাস করতে থাকায় অক্সিজেনের অভাবে এদের শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তবে, এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। অক্সিজেন দেওয়া হচ্ছে। দ্রুত ঠিক হয়ে যাবে।