ইউরোপের পর এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হলো নেইমারের

বাংলারচিঠিডটকম ডেস্ক

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান তারকা নেইমারের অভিষেক খুব একটা সুখকর হয়নি। ১৮ সেপ্টেম্বর রিয়াদে উজবেকিস্তানে নাভাহোর ক্লাবের সাথে নেইমারের আল হিলাল ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে। ম্যাচের ৬০ মিনিটে নেইমার একটি হলুদ কার্ডও পেয়েছেন।

পিএসজি থেকে গত মাসে ৯০ মিলিয়ন ইউরোতে সৌদি পেশাদার ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। সর্বাধিক চারবার এশিয়ান চ্যাম্পিয়নদের হয়ে গতকাল মূল দলে খেলার আগে রিয়াদে সৌদি লিগে ঘরের মাঠে ১৫ সেপ্টেম্বর বদলী হিসেবে তার অভিষেক হয়েছে।

গতবারের রানার্স-আপ আল হিলাল অবশ্য কাল গ্রুপ-বি’তে নিজেদের প্রথম ম্যাচে কোনমতে হার এড়িয়েছে। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫২ মিনিটে টোমা টাবাটাজের দারুন ফিনিশে এগিয়ে যায় সফরকারী উজবেকিস্তান ক্লাব নাভাহোর। ২০২২ সালের উজবেকিস্তান লিগ রানার্স-আপ ক্লাবটি এবারই প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেছে। মিখায়েলের কর্ণার থেকে ১০০ মিনিটে হিলালকে এক পয়েন্ট উপহার দেন ডিফেন্ডার আলি আল বুলাইহি। এর আগে ম্যাচ শেষের তিন মিনিট আগে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু পোস্টের কাছে থেকে তার হেড সরাসরি নাভাহোরের গোলরক্ষক উতকির ইউসুপোভের হাতে ধরা পড়ে। এরপর ইনজুরি টাইমে সার্বিয়ান স্ট্রাইকার আলেক্সান্দার মিট্রোভিচের শট দারুন দক্ষতায় রুখে দেন ইউসুপোভ।

এদিকে দিনের আরেক ম্যাচে সৌদি চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ জেদ্দায় উজবেক ক্লাব এজিএমকে’র বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করেছে। এর আগে ২০০৪ ও ২০০৫ সালে পরপর দুইবার শিরোপা জয় করেছিল ইত্তিহাদ। কালকের ম্যাচে ইত্তিহাদের হয়ে ইনজুরির কারনে মাঠে নামতে পারেননি ব্যালন ডি’অর বিজয়ী করিম বেনজেমা।