বাল্যবিয়ে, নারী নির্যাতন রোধে বকশীগঞ্জে এসডব্লিওডিএ’র উঠান বৈঠক

বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতামূলক উঠান বৈঠক।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত সংস্থা সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতির (এসডব্লিওডিএ) উদ্যোগে ১৫ সেপ্টেম্বর সাধুরপাড়া ইউনিয়নের ডেরুরবিল গ্রামের অটল মিয়ার বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সংস্থার নির্বাহী পরিচালক ফাতেমা খাতুন বীনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম, সংস্থার উপদেষ্টা জিএম সাফিনুর ইসলাম মেজর, নারী ইউপি সদস্য নিপা বেগম, মোছা. ইয়াসমীন, গোলেছা বেগম, মনোয়ারা বেগম, আঞ্জুয়ারা বেগম, খোকা মিয়া, ফজলু মিয়া প্রমুখ। এছাড়াও সংস্থার কর্মকর্তা, সদস্য, সুধীজন উপস্থিত ছিলেন।

যদি কোথাও নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে তাহলে ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি সেবা নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বাল্যবিয়ে রোধে সরকারি হটলাইন নম্বর ১০৯ তে ফোন করে সেবা নিতে বলা হয়। এছাড়াও মহিলা বিষয়ক অফিস ও উপজেলা প্রশাসনকে অবগত করেও বাল্যবিয়ে রোধের জন্য বলা হয়।

নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ ও বাল্যবিয়ে রোধে সকলে একাত্মতা ঘোষণা করেন।