ইসলামপুরে বাতিঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সঙ্গীত শিল্পীদের পরিবেশনা

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে তরুণদের উদ্যোগে ২০১০ সালে প্রতিষ্ঠিত ‘বাতিঘর’ গ্রন্থ পাঠের প্রেরণা সৃষ্টির পাশাপাশি সঙ্গীত, চিত্রকলা, আবৃত্তি, নাটক, চলচ্চিত্রসহ নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

‘আলোয় হৃদয় ভরি’ মূলমন্ত্র নিয়ে বাঙালি সংস্কৃতির রূপ-রস-গন্ধ লালন করে ১২টি রঙিন বর্ষ পেরিয়ে ১৩তম বর্ষে পা রেখেছে বাতিঘর। ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে ইসলামপুর উপজেলার বাতিঘর কর্তৃপক্ষ।

বাউল কবি গগণ হরকরা রচিত ‘আমি কোথায় পাবো তারে/ আমার মনের মানুষ যে রে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশীয় বাদ্যযন্ত্র সহযোগে গান গেয়ে আলোর মিছিল সম্পন্ন করেছে স্থানীয় শিল্পী ও বাতিঘরের সদস্যবৃন্দ।

১৩ সেপ্টেম্বর বিকালে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে আসমা খাতুন চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১৫০০ শিশু কিশোর অংশগ্রহণ করে আনন্দিত হয়েছে বলে জানা গেছে।

বাঙালি সংস্কৃতি বিকাশে ব্রতি ‘বাতিঘর’ সকল আয়োজন উৎসর্গ করেছে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ বাঙালির স্মৃতির উদ্দেশ্যে।

সন্ধ্যায় সঙ্গীত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।