সরিষাবাড়ীতে মহেশ চন্দ্র স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

উদ্বোধনী খেলা শুরুর আগে খেলোয়াড়দের সাথে করমর্দন করেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে স্বর্গীয় মহেশ চন্দ্র স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়। ৮ সেপ্টেম্বর বিকালে উপজেলার চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে চাপারকোনা দিগন্ত স্পোর্টিং ক্লাব এ খেলার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগনেতা ও মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল হক।

জানা যায়, উদ্বোধনী খেলায় অংশ নেয় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ব্রাদার্স ক্লাব ও টাঙ্গাইলের ধনবাড়ী মিতালী ক্লাব। খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে মিতালী ক্লাব বাদার্স ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করে।

বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ এই খেলা দেখতে ভিড় করেন।

এতে উপস্থিত ছিলেন ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন, চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রুদ্র বয়ড়া স্কুলের প্রধান শিক্ষক আব্দুস বাছেদ, সরিষাবাড়ী প্রেসক্লাবে সভাপতি সোলাইমান হোসেন হরেক প্রমুখ।