ইসলামপুরে ৩৯ হাজার ৩০০ ফলজ গাছের চারা পেলেন সুবিধাভোগীরা

সুবিধাভোগীদের হাতে ফলজ গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে জামালপুরের ইসলামপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও পারি এনজিও’র বাস্তবায়নে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

১৬ আগস্ট উপজেলার সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সুবিধাভোগীদের মাঝে ৩৯ হাজার ৩০০ ফলজ চারা গাছ বিতরণ করা হয়।

পরিবেশ ও প্রতিকূলতা বজায় রাখতে উন্নয়নমূলক এনজিও পারি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুবিধাভোগীদের সদর ইউনিয়নে ১৩ হাজার ২০০, বেলগাছা ইউনিয়নে ১৩ হাজার ও চিনাডুলী ইউনিয়নে ১৩ হাজার ১০০ গাছের চারা তুলে দেওয়া হয়। এছাড়াও ইমপ্যাক্ট প্লাস সদস্যদের উদ্যোগেও ১০০ চারা বিতরণ করা হয়।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেদোয়ান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সজল গমেজ, প্রধান শিক্ষক মামুনুর রশিদ, পারি এনজিও’র প্রোগ্রাম ম্যানেজার কমল পাল, বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।