দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি

দেওয়ানগঞ্জের দপর পাড়ায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতবাড়ি ও গরু।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ৬টি ঘর, গবাদিপশুসহ মালামাল পুড়ে ছাই হয়েছে। ৩১ জুলাই মধ্য রাতে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের দপর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি ৩০ লাখ টাকার মামামাল পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার শেখ আহাম্মদ ও আক্তার হোসেন জানান, ৩১ জুলাই মধ্য রাতে শেখ ফরিদের গোয়াল ঘর থেকে কয়েলের আগুন লেগে মুহূর্তের মধ্যে আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৬টি ঘর, গবাদি পশু গরু, ধান, পাট, ভুট্টাসহ ঘরে থাকা মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনর্চাজ মো. কামরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই আগুন নিয়ন্ত্রনে আসছে, পরে ফিরত আসছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, আমি অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।