ইসলামপুরে জমি দখলের চেষ্টা : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর পৌর এলাকার গাঁওকুড়া কাছারি মোড়ে প্রতিপক্ষ রুবেল, হ্যাপী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে জমি দখলের পায়তারা, দোকান লুটপাটসহ টিন শেড ঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

২২ জুলাই পৌর শহরের কাছারি মোড়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাহনাজ পারভীন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর রাসেল মিয়া বক্তারা রাখেন। তারা বলেন, প্রতিপক্ষ রুবেল মন্ডল, হ্যাপী ও তাদের সহযোগীরা রাতের আঁধারে তাদের জমি বেদখল করার পায়তারায় তাদের দোকান ও টিন শেড ঘর ভাংচুর করেছে। তারা এই ঘটনায় ন্যায় বিচার পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মারুফা আক্তার হ্যাপি সাংবাদিকদের জানান, আমাদের বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন ।