মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল কেন্দ্রটিতে বাংলা পরীক্ষা সম্পন্ন হয়।

জানা গেছে, সাতটি বিদ্যালয়ের মোট ৫৭৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ৫৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। কেন্দ্রে আইন শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী সহায়তা প্রদান করেন।

পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলার উলিয়া আলহাজ ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীর অভিভাবক মজিবুর রহমান বলেন, বাড়ির কাছে পরীক্ষা কেন্দ্র হওয়ায় আমাদের সন্তানরা খুব সহজে ও বিনা কষ্টে পরীক্ষা দিতে পারছে।

আরেক নারী পরীক্ষার্থী অভিভাবক ফরিদা পারভীন বলেন, দূরে পরীক্ষা কেন্দ্র হলে আমাদের পরীক্ষার্থীদের অনেক কষ্ট হতো। কাছে কেন্দ্র হওয়ায় এখন তা হচ্ছে না।

কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন, মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতার হোসেন বলেন, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে। কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দয়িত্ব পালন করেন, মেলান্দহ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাকির হোসেন।