প্রথম বিভাগ ক্রিকেট লিগ : মেরিলিবোনের জয় ৮২ রানে

পুরস্কার নেন ম্যাচসেরা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের ব্যাটার শাহেদ।ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগে ৬ মার্চ অনুষ্ঠিত ম্যাচে মেরিলিবোন ক্রিকেট ক্লাব ৮২ রানে ম্যাচ জিতেছে। প্রতিপক্ষ ছিল রিলেশন ক্লাব। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই লিগের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বের ২১তম ম্যাচে ৬ মার্চ মুখোমুখি হয় এ-গ্রুপের মেরিলিবোন ক্রিকেট ক্লাব ও রিলেশন ক্লাব। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মেরিলিবোন ক্রিকেট ক্লাব।

মেরিলিবোন ক্রিকেট ক্লাব প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৭ রান। তাদের ব্যাটার শাহোদ সর্বোচ্চ ৪৬(৫৯), রাফি* ৪৪(৫৭), মেহেদি* ৩৩(২৯), মামুন ১৬(২৯), রকিবুল ১০(১০) ও আবীর ১০(৪১) রান করেন। প্রতিপক্ষ রিলেশন ক্লাবের বোলার শফিকুল ২/৩০, ফরিত ১/৩৪, রাজু ১/৩৮ ও কাউছার ১/৩১ উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের দেওয়া ১৯৮ রানের লক্ষ্য ছুঁতে ব্যাটিংয়ে নামে ইত্যাদি ক্লাব। ৩৭.৫ ওভারের সময় তাদের সব উইকেটের পতন ঘটে। স্কোর বোর্ডে তাদের রান ওঠে ১১৫। মেরিলিবোন ক্রিকেট ক্লাব ম্যাচ জিতেছে ৮২ রানে।

এই ইনিংসে রিলেশন ক্লাবের ব্যাটার মারুফ সর্বোচ্চ ১৬(২৪), রিয়াদ ১৬(২১), মেহেদি* ১৪(৪০), রাজু ১৩(৩৯), শফিকুল ১২ (২৩), ফরিদ ১১(৩৬), জয় ১০(১৮) রান করেন। প্রতিপক্ষ মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বোলার রকিবুল ৩/১২, স্বপন ২/১৫, বক্কর ২/১৫, মেহেদি ১/৪, শাহেদ ১/১৯ ও জাহিদ ১/১০ উইকেট নেন।

এই ম্যাচে ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দল মেরিলিবোন ক্রিকেট ক্লাবের ব্যাটার শাহেদ। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান টুকু ও আজমল হুদা লিটন।

পরে জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান রবিন, ম্যাচ আম্পায়ার মোস্তাফিজুর রহমান টুকু ও আজমল হুদা লিটন ম্যাচসেরা শাহেদের হাতের পুরস্কার তুলে দেন।

এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টার্স অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন। ৭ মার্চের ম্যাচ (‘বি’ গ্রুপ) : ইত্যাদি ক্লাব বনাম বেস্ট ইলেভেন ক্লাব। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।