দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

দেওয়ানগঞ্জে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ভূমি অধিকরণ সংক্রান্ত অধিদপ্তরের চেক বিতরণ করা হয়েছে। ৩১ জানুয়ারি সকালে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সীমান্তবর্তী ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। ছবি: বাংলারচিঠিডটকম

জানা গেছে, জামালপুর জেলায় ধানুয়া কামালপুর-কদমতলী (রৌমারী) জেলা মহাসড়ক (কামালপুর স্থলবন্দর লিংকসহ) প্রশস্তকরণ ও মজবুতীকরণ নির্মাণ শীর্ষক প্রকল্পে ভূমি অধিগ্রহণ কাজের ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম, ভূমিঅধিকরণ কর্মকর্তা মোর্শেদুল ইসলাম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক, মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর, স্থানীয় এমপি প্রতিনিধি বিকাশ কবীর ইমরান।

অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়।