জামালপুরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হয়।ছবি:বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং ১৪ দফা কর্মসূচীর ভিত্তিতে যুগপৎ আন্দোলন জোরদারকরণে জামালপুরে সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ জেলা শাখা। ২৫ জানুয়ারি বিকেলে সাতটি সমমনা দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চের এ সমাবেশ শহরের দয়াময়ী মোড়ে অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা জেএসডির সভাপতি গণতন্ত্র মঞ্চ নেতা মো. আমির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জেএসডির সাধারণ সম্পাদক আইনজীবী তাজ উদ্দিন সবুজ, সহ-সভাপতি আব্দুল আওয়াল, আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ও জেলা জেএসডি ছাত্রলীগনেতা সোহেল রানা প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গিকার সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা যা আজও বাস্তবায়িত হয়নি। বক্তারা আরও বলেন, দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট মোকাবিলায় বর্তমান সরকারের পরিবর্তে ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। সেই সাথে তেল, গ্যাস, বিদ্যুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানান।