জামালপুর স্টেশনের পরিত্যক্ত স্থানে জন্ম নেয়া নবজাতকের আশ্রয় হলো ঢাকার ছোটমনি নিবাসে

নবজাতক শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের ছোটমনি নিবাসে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

বিশেষ প্রতিনিধি:
মানসিক প্রতিবন্ধী এক নারীর গর্ভ থেকে জন্ম নেয়া অবাঞ্ছিত শিশুটির আশ্রয় হলো ঢাকার ছোটমনি নিবাসে। নবজাতক কন্যা শিশুটির নাম রাখা হয়েছে মাইসারা।

জানা যায়, গত ২৭ নভেম্বর জামালপুর রেল স্টেশনের পরিত্যক্ত স্থানে অবাঞ্ছিত এক কন্যা সন্তান প্রসব করে মিম নামে এক মানসিক প্রতিবন্ধী নারী । খবর পেয়ে মা ও নবজাতক শিশুটিকে জামালপুর সমাজসেবার কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। ২৮ নভেম্বর সকালে ওই প্রসূতি মা সন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। অনেক খোঁজেও তার কোন সন্ধান মিলেনি।

মাইসারা।ছবি: বাংলারচিঠিডটকম

শিশুটির সর্বোত্তম সুরক্ষার লক্ষ্যে ৮ ডিসেম্বর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্ব অনুষ্ঠিত জেলা শিশু কল্যাণ বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১১ ডিসেম্বর মাইসারাকে (১৫ দিন বয়স) ঢাকা আজিমপুরে সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত ছোটমনি নিবাসে পাঠানো হয়। জামালপুর জেনারেল হাসপাতল কর্তৃপক্ষের সহায়তায় ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তের প্রতিনিধি হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক মানবাধীকারকর্মী জাহাঙ্গীর সেলিম।

হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মাহফুজুর রহমান, জ্যেষ্ঠ চিকিৎসক কামরুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ, প্রবেশন কর্মকর্তা আব্দুস ছালাম, সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, জ্যেষ্ঠ নার্স জেলেখা আক্তার।

শিশুটির জন্য সকলের দোয়া কামনা করেছেন উপস্থিত সবাই।