বীর মুক্তিযোদ্ধা দৌলতুজ্জামান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা কমরেড দৌলতুজ্জামান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর বিকালে শহীদ মজিদ স্মৃতি সংসদের আয়োজনে পোগলদিঘা যমুনা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটি জানান, ডিজিটাল যুগে এখন আর তরুণরা মাঠে এসে খেলা উপভোগ করতে চায় না। সারাদিন মোবাইলের নেশায় আসক্ত থাকে। মাদক, জুয়ার আসক্ত থেকে ফিরিয়ে সুস্থ বিনোদনের উদ্দেশ্যে এলাকার সাবেক ফুটবলাররা এ খেলার আয়োজন করেন। খেলায় ২৮ ফুটবল দল অংশ নেয়।

২১ অক্টোবর বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উভয় দলে একাধিক নাইজেরিয়ার ফুটবল খেলোয়াড় অংশ নেয়।

খেলা দেখতে মাঠের দুই পাশে সরিষাবাড়ী উপজেলাসহ পাশ্ববর্তী সিরাজগঞ্জ, কাজিপুর, মধুপুর, ধনবাড়ী, জামালপুর, মাদারগঞ্জ, ভুয়াপুর ও গোপালপুর এলাকার হাজার হাজার দর্শক ভিড় করেন।

খেলায় বয়ড়া এম এ সাত্তার ফুটবল দলের কাছে দুই শূন্য গোলে সরিষাবাড়ী ফুটবল একাদশ দল পরাজিত হয়। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ-প্রকৌশলী মাহবুব জামান জুয়েল ও অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।