ইসলামপুরে তিনদিনব্যাপী কৃষি মেলা

উদ্বোধনের পর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ ২০২১-২২ ইং অর্থ বছর প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষি মেলা ২৫ আগস্ট শুভ উদ্বোধন করেছেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে কৃষি মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি, রোজিনা আক্তার চায়না, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এল এম রেজুয়ানসহ স্থানীয় নার্সারী মালিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারার স্টল রয়েছে।