জাতীয় শোক দিবসে অপরাজেয়র অনুষ্ঠান

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জামালপুরে অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৫ আগস্ট বিকাল ৪টায় সংস্থার স্নেহা শিশু নিবাসে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।

সভার শুরুতেই বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে ঘাতকদের বুলেটের আঘাতে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে অপরাজেয় বাংলাদেশের জামালপুর পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, বিশিষ্ট সমাজকর্মী ও রাজনীতিক মোয়াজ্জেম হোসেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী মুনীর হুসাইন খান, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, গণচেতনার সমন্বয়কারী ফাতেমা নার্গিস প্রমুখ।

সভা শেষে বিশেষ দোয়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।