দেওয়ানগঞ্জের চিকাজানি ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চিকাজানি ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৫ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে ।

নির্বাচনে উপজেলার দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা ২৭ মে সকালে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

চিকাজানি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ পদে ২৯ জন, সংরক্ষিত মহিলা ১৪ জনসহ ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, উপজেলার চিকাজানি ইউনিয়নে বৈধ ৪৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা ও গণসংযোগ চালাতে পারবে প্রার্থীরা ।

যদি কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সীমানা জটিলতার কারণে দীর্ঘ ১১ বছর পর আগামী ১৫ জুন ইভিএম পদ্ধতিতে উপজেলার চিকাজানি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ।

এ ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৫৩২ জন। যার মধ্যে পুরুষ ৭ হাজার ২৭৭ জন ও মহিলা ৭ হাজার ২৫৫ জন। ভোট কেন্দ্র ১০টি ও বুথ সংখ্যা ৫০টি।