দেওয়ানগঞ্জে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে সিআইজি কংগ্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জে ২০২১-২০২২ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেস-টু প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি প্রতিনিধিদের অংশগ্রহণে কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সরকারি গণগ্রন্থাগারের সভাকক্ষে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

দেওয়ানগঞ্জে সিআইজি কংগ্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ সাখাওয়াত ইকরাম।ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামালপুর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ সাখাওয়াত ইকরাম, ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, স্থানীয় এমপি প্রতিনিধি বিকাশ কবীর ইমরান, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খাদেমুল ইসলাম, সিআইজি কংগ্রেসে সদস্য কৃষক, আমির উদ্দিন, আবুল কালাম আজাদ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮০টি সমিতির সদস্য, কৃষক ও স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পাঁচজন সফল কৃষককে পুরস্কৃত করা হয়।

সফল কৃষকদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।। ছবি: বাংলারচিঠিডটকম