শ্রীবরদীতে মোটরসাইকেল-ইজিবাইকের মুখোখুখি সংঘর্ষে লাশ হলো মালেক

দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইক। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদী উপজেলায় মোটরসাইকেল-ইজিবাইকের মুখোখুখি সংঘর্ষে ইজিবাইক চালক আব্দুল মালেক মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরোহীসহ তিনজন। ২৬ মার্চ সন্ধ্যায় উপজেলার পোড়াগড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মালেক বড় পোড়াগড় মধ্যপাড়া এলাকার মৃত আবু রায়হানের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানায়, আব্দুল মালেক ইজিবাইকে যাত্রী নিয়ে উপজেলার ভায়াডাঙ্গা বাজার থেকে শ্রীবরদী বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এসময় পোড়াগড় বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় মোটরসাইকেল ও ইজিবাইক দুমড়ে মুচড়ে যায়। ফলে মালেক মারাত্মকভাবে জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। আর আহত হয় মোটরসাইকেল আরোহী পূর্ব ছনকান্দা গ্রামের ফেরদৌসের ছেলে শাকিল, মাষ্টারবাড়ি এলাকার সোলাইয়ের ছেলে লতিফ ও ইজিবাইকের যাত্রী দহেরপাড় ইজারাপাড়া গ্রামের সাদা মিয়ার ছেলে মিন্টু।

এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।