দেওয়ানগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ২ মার্চ সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) অহন্না জিন্নাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, স্থানীয় এমপি প্রতিনিধি মোক্তাদির বিল্লাহ শিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহাম্মেদ, মডেল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান।

আলোচনা সভা শেষে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।