শেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান।

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মোস্তাফিজুর রহমানকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। ১১ ফেব্রুয়ারি দুপুরে শেরপুরের দায়িত্বে থাকা র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ১০ ফেব্রুয়ারি গাজীপুর জেলার চান্দনা চৌরাস্তা মোড় চেলীপাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ওই ধর্ষককে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তাকৃত মোস্তাফিজুর রহমান ১০ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে শারীরিক সম্পর্কের জন্য প্রস্তাব দেয়। বিষয়টি ওই স্কুলছাত্রী প্রত্যাখান করে। এক পর্যায়ে গেল বছরের ২৬ জুন বিকালে মোস্তাফিজুরসহ আরও বেশ কয়েকজন ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে। পরে মোস্তাফিজুর তার বাড়িতে নিয়ে গিয়ে নানা রকম ভয় ভীতি দেখিয়ে স্কুলছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় জেলার শ্রীবরদী থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করা হয়। পরে মোস্তাফিজুর পালিয়ে স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে।

পরবর্তীতে র‌্যাব-১৪ সিপিসি-১ ওই মামলার ছায়া তদন্ত শুরু করে। এক সময় র‌্যাব সদস্যরা নিজস্ব তথ্য প্রযুক্তির ব্যবহার করে ১০ ফেব্রুয়ারি গাজীপুর জেলার চান্দনা চৌরাস্তা মোড় চেলীপাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল মামলার প্রধান আসামি মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে শ্রীবরদী থানায় হস্তান্তর করে।

ধর্ষক মোস্তাফিজুরের বাড়ি শ্রীবরদী উপজেলার কর্নঝোড়া গ্রামে। সে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।