দুধ বিক্রি করতে গিয়ে লাশ হলেন খামারী

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলায় বাজারে দুধ বিক্রি করতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় সইন্যা মিয়া (৫০) নামে এক দুগ্ধ খামারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩০ জানুয়ারি সকালে উপজেলার চন্দ্রকোনা ইউপির রেহাইচর এলাকায় এ ঘটনা ঘটে।

সইন্যা মিয়া একই ইউপির হুনুমানচর এলাকার হোসেন আলীর ছেলে।

অন্যদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ট্রাক্টরটির চালক শেরপুর সদর উপজেলার হালগড়া গ্রামের সাজ্জাদ হোসেন ও চালকের সহকারী নকলার বানেশ্বরদী ইউপির ভ‚রদী গ্রামের কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সইন্যা মিয়া ৩০ জানুয়ারি সকালে দুধ নিয়ে চন্দ্রকোনা বাজারে যাওয়ার পথে রেহাইচর এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির মাটিটানা মাহিন্দ্র ট্রাক্টর তাকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সইন্যা মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব তাকে মৃত বলে ঘোষণা করেন।

সইন্যা মিয়া পেশায় একজন কৃষক ছিলেন। তার বেশ কয়েকটি দুগ্ধদানকারী গাভী থাকায় এলাকায় তিনি দুগ্ধ খামারী হিসেবে পরিচিত।

নকলা থানার ওসি মুশফিকুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।