বকশীগঞ্জে নিরাপদ ইস্কুলে ফিরি ক্যাম্পিং বিষয়ক মতবিনিময় সভা

বকশীগঞ্জে নিরাপদ ইস্কুলে ফিরি ক্যাম্পিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিক বিদ্যালয় ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে নিরাপদ ইস্কুলে ফিরি ক্যাম্পিং বিষয়ক মতবিনিময় সভা ২২ ডিসেম্বর দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ সিড্স প্রকল্পের উদ্যোগে উপজেলা প্রকল্প কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতিবিনিময় সভায় নিরাপদ ইস্কুলে ফিরি ক্যাম্পিং এর ওপর ধারণা উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার (শিক্ষা) মো. সামিরুল ইসলাম।

সিড্স প্রকল্পের সমন্বয়কারী হামিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, সাজেদা ফাউন্ডেশনের ব্যবস্থাপক লুৎফর রহমান প্রমুখ।

মতিবিনিময় সভায় ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসি কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

করোনাকালীন যেসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা অনিশ্চিত হয়ে পড়েছে সেই সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরাতে সিড্স প্রকল্পের উদ্যোগে উপকরণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।