আফগানিস্তান দলকে তালেবান প্রশাসনের অভিনন্দন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বড় জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট দল।

২৫ অক্টোবর রাতে সুপার টুয়েলভে গ্রুপ-২এ নিজেদের প্রথম ম্যাচ আফগানরা ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে। রান বিবেচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ জয়ের রেকর্ড এটি।

রেকর্ড জয়ে আফগানিস্তান ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে তালেবান প্রশাসন।

টুইটারে এক বার্তায় আফগানিস্তানকে অভিনন্দন জানিয়েছেন তালেবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। টুইটারে মুজাহিদ লিখেছেন, ‘ স্কটল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের জন্য আফগানিস্তান ক্রিকেট দল ও পুরো আফগান জাতিকে অভিনন্দন। ভবিষ্যতে তাদের আরও সাফল্য কামনা করছি।’

অথচ এই বিশ্বকাপে আফগানিস্তানের খেলা নিয়ে ছিলো সংশয়। কারন গত ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর বিভিন্ন বিধি-নিষেধের মুখে পড়ে সে দেশের ক্রিড়াঙ্গন। নারী ক্রিকেট নিষিদ্ধও করে দেয় তালেবানরা। তবে শেষমেষ বিশ্বকাপ মঞ্চে নামতে পেরেছে আফগানিস্তান ক্রিকেট দল।

গতরাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ দলীয় রান। দলের পক্ষে নাজিবুল্লাহ জাদরান সর্বোচ্চ ৫৯ রান করেন। এরপর বল হাতে স্কটল্যান্ডকে ৬০ রানে অলআউট করে দেয় আফগানিস্তান।

আফগানিস্তানের মুজিব ৪ ওভারে ২০ রানে ৫ এবং রশিদ ২ দশমিক ২ ওভারে ৯ রানে ৪ উইকেট নেন। ২০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট নিলেন মুজিব। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।

আগামী ২৯ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে এই গ্রুপ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানিস্তান।