ইসলামপুরে নারীকে নির্মম নির্যাতন, ভাতিজাসহ আটক দুই

আটক দুইজন। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে ইসলামপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ফুপুর হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ভাতিজাসহ দুইজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে ইসলামপুর থানা পুলিশ।

জানা যায়, উপজেলার পাথর্শী ইউনিয়নের লাউদত্ত গ্রামের মৃত নিজাম উদ্দিনের ওয়ারিশদের মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমি বিক্রি নিয়ে বিবাদী ও ওয়ারিশদের মধ্যে আদালতে ১৪৪ ধারাসহ পেনশন মোকাদ্দমাও চলামান রয়েছে। এরই এক পর্যায়ে ১২ ফেব্রুয়ারি সকালে বিবাদী সম্ভু মন্ডল, শাহজালাল গংরা জোরপূর্বক আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত বিরোধকৃত জমিতে ঘর তুলতে যায়। এখবর পেয়ে নিজাম উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম বাপের বাড়ি এসে ঘর তুলতে বাধা দিলে ফিরোজার সহোদর ভাই মুগলের ছেলে শাহজালাল, মৃত সৈয়দ আলীর ছেলে জমির ক্রেতা সম্ভু ও সম্ভুর ছেলে হাবিবরা ফিরোজার ওপর চড়াও হয়ে নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে হাত-পা ও কোমর ভেঙ্গে দেয়। বর্তমানে গুরুতর আহত ফিরোজা বেগম (৬০) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এব্যাপারে ফিরোজার ভাই মুগল মন্ডল বাদী হয়ে অভিযুক্ত নিজের ছেলে শাহজালাল (৩২), শম্ভু মন্ডল (৫৮), হাবিবুর রহমান হাবিব (৩০), হামেদা বেগম (৫০), হালিমা বেগম (২৫) ও জয়নালসহ (৪০) ছয়জনকে আসামি করে ১৩ ফেব্রুয়ারি সকালে ইসলামপুর থানায় মামলা করেন।

১৩ ফেব্রুয়ারি সকালে শহরের বঙ্গবন্ধু মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামপুর থানার এএসআই দেলোয়ার হোসেনসহ একদল পুলিশ অভিযুক্ত ভাতিজা শাহজালাল ও শম্ভু মন্ডলকে আটক করে।

এব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন ,ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। আটকদের ১৩ ফেব্রুয়ারি জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।