ইসলামপুরে মিল শ্রমিকরা পেল ত্রাণ

মিল শ্রমিকদের চাল বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ৩৮৬ জন কর্মহীন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মিল শ্রমিকদের ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও চালকল মালিক সমিতির আয়োজনে ২০ আগস্ট সন্ধ্যায় পৌর শহরের গোরস্থান মোড়ে সওদাগর অটো রাইসমিল মাঠে অনুষ্ঠানে তাদেরকে চাল বিতরণ করা হয়।

সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে চালের প্যাকেট তুলে দেন। শ্রমিকদের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

চালকল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহসহ আওয়ামী লীগ ও মিল মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।