মাদারগঞ্জে ব্যাচ ’৯২ এর বিনামূল্যে চিকিৎসাসেবা

ব্যাচ ’৯২ এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

চলতি বছরের দীর্ঘ মেয়াদি ভয়াবহ বন্যায় বিভিন্ন রোগে আক্রান্ত বানভাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে এসএসসি ব্যাচ ’৯২ এর বন্ধুরা। ১০ আগস্ট জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নাংলা সীডো স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে ৩৫০ জন পরিবারকে সুবিধা দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন মাদারগঞ্জ হাসপাতালের চিকিৎসক জুবাইদুল হক ও মেডিকেল সহকারী জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে ব্যাচ ’৯২ এর বন্ধু মির্জা জিল্লুর রহমান শিপন সার্বিক সহযোগিতা করেন। এসময় অন্যান্যের মাঝে অনুষ্ঠানে সক্রিয় অংশ নেন ব্যাচ ’৯২ এর সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাহমুদ আলম তপনসহ অন্যান্য সদস্যগণ।

দিনব্যাপী চিকিৎসাসেবা কার্যক্রমের পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে বন্যা দুর্গতদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এই কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্তরা সন্তোষ প্রকাশ করেন।