
সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
পুলিশ পরিদর্শক আবু মো. ফজলুল করীম জামালপুরের সরিষাবাড়ী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন। ১০ মে রাতে আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেওয়া হয়।
এ সময় ওসি (তদন্ত) পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান ও তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোহব্বত কবীরসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ওসিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, আবু মো. ফজলুল করীম ১৯৯৪ সালে উপ-পরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল জামালপুর পুলিশ লাইনে। সর্বশেষ তিনি ঢাকার হাতির জিল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন শেষে সরিষাবাড়ীতে বদলি হয়ে আসেন। ডিবিসহ পুলিশের বিভিন্ন স্থানে সুনামের সহিদ দায়িত্ব পালন করেন।
এদিকে সাবেক ওসি মাজেদুর রহমানকে জামালপুরের ডিবিতে বদলি করা হয়েছে।
পেশাগত দায়িত্ব পালনে ওসি আবু মো. ফজলুল করীম সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।