বকশীগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার বেসিন স্থাপন

করোনাভাইরাস প্রতিরোধে বকশীগঞ্জে উপজেলা পরিষদে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন। এখন থেকে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে ঢুকতে হলে হাত ধুয়ে যেতে হবে। উপজেলা প্রশাসন থেকে সেবা প্রার্থী ও কর্মকর্তাদের সুরক্ষায় উপজেলা পরিষদেই স্থাপন করা হয়েছে হাত ধোয়ার বেসিন।

উপজেলা পরিষদের কোন দপ্তরে যেতে হলে তাকে অবশ্যই বেসিনে হাত ধুয়ে ভেতরে ঢুকতে হবে। বেসিন ছাড়াও স্যানিটাইজার, সাবান রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকারের এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার বলেন, করোনাভাইরাস থেকে কর্মকর্তা ও সেবা প্রার্থীদের সুরক্ষার জন্য পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই। তাই উপজেলা পরিষদে বেসিন স্থাপন করা হয়েছে। শুধু উপজেলা পরিষদেই নয় প্রয়োজনে জনবহুল প্রতিষ্ঠান ও গুরত্বপূর্ণ জায়গায় আরো বেসিন স্থাপন করা হবে।