পদবি ও গ্রেড উন্নীতকরণের দাবি বকশীগঞ্জের তৃতীয় শ্রেণির কর্মচারীদের

পদবি ও গ্রেড উন্নীতকরণের দাবি বকশীগঞ্জের তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতী। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদ পরিবর্তন করে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদ ঘোষণা এবং ১৬তম গ্রেড থেকে ১১ তম গ্রেডে উন্নীতকরণের দাবিতে তিনদিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন তৃতীয় শ্রেণির কর্মচারীরা।

২৫ ফেব্রুয়ারি কর্মবিরতির প্রথম দিনে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের পাঁচজন কর্মচারী কর্মবিরতি পালন করেন। উপজেলা পরিষদ চত্বরে তারা এই কর্মবিরতি পালন করেন।

কর্ম বিরতিতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপার সৈয়দ আশরাফুজ্জামান, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক আবু হাসেম আলী, শান্তি খাতুন, আবু সাইদ ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের আবু খায়ের উপস্থিত ছিলেন।

তারা ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ কালেক্টরেট সমিতির ষোষিত কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতি পালন করবেন।

তাদেরকে দ্রুত ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদ ঘোষণা দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।