নকলা হানাদারমুক্ত দিবস পালিত

নকলা হানাদারমুক্ত দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরের নকলায় ৯ ডিসেম্বর নকলা হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে।

উপজেলা মুক্তিযোদ্ধা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরু, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক আবুল মুনসুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, খোরশেদ করিম শ্যামল প্রমুখ।

এতে নকলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক কমান্ডার স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও মুক্তিযোদ্ধারা অংশ নেন।