দেওয়ানগঞ্জে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর সকালে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ ইউনিট এ কর্মশালার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক চিকিৎসক মোহাম্মদ শরীফ, উপ-পরিচালক চিকিৎসক তৃপ্তি বালা, জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দীন, জামালপুর পরিবার পরিকল্পনার উপপরিচালক চিকিৎসক সাজেদা-ই-জান্নাত, জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আবু আহাম্মদ শাফী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, চিকাজানী ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ, বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল, চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ, দেওয়ানগঞ্জ ইউপি চেয়ারম্যান ছামিউল হক, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খান, ডাংধরা ইউপি চেয়ারম্যান শাহ মুহাম্মদ মাসুদ, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী জুয়েল, হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যান নুর ছালামসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।