জামালপুরে উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার স্মরণ সভা

জামালপুরে উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার স্মরণ সভায় বক্তব্য রাখেন জাপান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাপলা নীড়ের সাবেক পরিচালক চেহেরু সাইতু। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বাংলাদেশের অন্যতম বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার স্মরণে জামালপুরে ১৭ নভেম্বর এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাপলা নীড় এর সাবেক পরিচালক এবং উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতাকালীন পরামর্শক চেহেরু সাইতু। সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ মমিনুল ইসলাম।

স্মরণ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার, এসপিএস এর নির্বাহী পরিচালক আব্দুল মান্নান ভাষানী, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, ওয়ার্ল্ড ভিশন বিংগস প্রকল্পের ব্যবস্থাপক আবু সুফিয়ান, বিশিষ্ট সংস্কৃতিকর্মী সাযযাদ আনসারী, উন্নয়ন সংঘের উপ-নির্বাহী পরিচালক মাহবুব উল হুদা, উন্নয়ন সংঘের সাবেক সহকর্মী আক্তারুজ্জামান, বেলায়েত হোসেন, নুরুল ইসলাম, লাইলী আক্তার, ইব্রাহীম খলিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। কবিতা আবৃত্তি করেন উন্নয়ন সংঘের কর্মসূচি ব্যবস্থাপক মিনারা পারভীন।

স্মরণ সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। ছবি : বাংলারচিঠিডটকম
স্মরণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

উল্লেখ, সামছুল হুদা চলতি বছরের ৭ জুলাই বার্ধ্যক্য জনিত কারণে পরিচর্যা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি ১৯৮০ সালে সমমনা সাতজন সমাজহিতৈষী ব্যক্তিদের নিয়ে গড়ে তুলেন উন্নয়ন সংঘ। প্রথম পর্যায়ে ছোট্ট পরিসরে কাজ শুরু করলেও পরবর্তীতে উন্নয়ন সংঘের কার্যক্রম সম্প্রসারিত হয় বাংলাদেশের ঝুঁকিপূর্ণ আরো ১০ জেলায়। বর্তমানে প্রায় এক হাজার ৫০০ কর্মী উন্নয়ন সংঘে কাজ করছে।

বক্তারা বলেন, হুদা সাহেবের গতিশীল নেতৃত্বে উন্নয়ন সংঘ আজ দেশের অন্যতম একটি বেসরকারি সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে। সামছুল হুদার স্মরণে একটি স্মারকগ্রস্থ প্রকাশ এবং একটি লাইব্রেরি গঠনের আহ্বান জানান বক্তারা।