জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বিশ্ব ডায়াবেটিস দিবসে শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘আসুন, পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ নভেম্বর জামালপুর ডায়াবেটিস সমিতি আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে ১৪ নভেম্বর সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে তমালতলায় গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এরআগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ফরহাদ হোসেন মানু, সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম, সাযযাদ আনসারী, মো. ফয়সাল, দেব্রত নাগ মধু, পথিক নন্দিসহ আরও অনেকে।

বক্তারা পরিমিত সুষম খাবার গ্রহণ, নিয়মিত শরীরচর্চা করার মাধ্যমে ডায়াবেটিস রোগ প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।