অবশেষে বিতরণ করা হলো শ্যামপুর ইউপির ছয় মাসের ভিজিডির চাল

ভিজিডির চাল নিতে শ্যামপুর ইউনিয়ন পরিষদের কার্ডধারী দুঃস্থ নারীদের ভিড়। ছবি : বাংলারচিঠিডটকম

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের ১৮৩ জন ভিজিডি কার্ডধারী দুঃস্থনারীদের ছয় মাসের ভিজিডির চাল অবশেষে বিতরণ করা হয়েছে। ১৯ জুন সকালে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে এই চাল বিতরণ শুরু করা হয়।

জানা গেছে, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামানের তত্ত্বাবধানে চাল বিতরণ করা হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্যামপুর ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ এবং দলীয় নেতাদের দেওয়া তালিকা সমন্বয় করা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় গত ছয় মাস ধরে এ ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ স্থগিত ছিল।