কৃষি শুমারি উপলক্ষে জামালপুরে শোভাযাত্রা

কৃষি শুমারি উপলক্ষে জামালপুরে শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই আওয়াজ তুলে ১০ জুন কৃষি শুমারি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) ২০১৯ উপলক্ষে জামালপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের বকুলতলা থেকে শোভাযাত্রাটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার।

জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান জামালপুর আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অংশ নেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল হাই, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক মুখলেছুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষি শুমারির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখা হয়। ৯ জুন থেকে ২০ জুন পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে।